স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনে যখন সারা দেশ উত্তাল, তখন তৎকালীন সময়ে সারা দেশের ন্যায় চট্টগ্রাম ওয়াসা চত্বরেও আন্দোলন করেন সাধারন শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের স্লোগানে রাজপথ সড়ব রেখেছিলো শিক্ষার্থীরা।তখনকার একটি আলোচিতো স্লোগান ছিলো উই ওয়ান্ট জাস্টিচ (we want justice), সেই স্লোগানে মুখোরিতো সেই সময়ের রাজপথ।
দুই বছর পর আবারো সেই উই ওয়ান্ট জাস্টিছ স্লোগানে গর্জে উঠেছে শিক্ষার্থীরা।এবার কিন্তু ভিন্ন আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এবার ধর্ষন এর বিরুদ্ধে দাড়াচ্ছে সাধারন শিক্ষার্থীরা।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) চট্টগ্রামের দুই নাম্বার থেকে একটি বিক্ষোভ মিছিল জিইসি হয়ে ওয়াসা চত্বরে মিলিত হয় চট্টগ্রামের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ধর্ষন মুক্ত বাংলাদেশ দেখতে চায়, চায় নারিদের নিরাপত্বা।
আন্দোলন চলাকালীন সময় ধর্ষন বিরোধী বেশ কিছু প্লে কার্ড নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের।
আন্দোলন থেকে বেশ কিছু দাবি জানায় শিক্ষার্থীরা তারা বলেন, ‘‘আমরা আর কত লজ্জিত হবো আমাদেরেও তো মা-বোন আছে আজ যারা নির্যাতিতো হচ্ছে তারাও তো আমাদের মা-বোন সমতুল্য। এর শেষ কোথায় আর কত ধর্ষন হলে এ জাতির বিবেক নাড়া দিবে। আমরা প্রশাসন ও সরকারের কাছে আবেদন করছি ধর্ষনের সর্বচ্চো শাস্তি মৃত্যুদন্ড হোক। ধর্ষনের রায় ১ মাসের মধ্যে ঘোষনা করা হোক। ধর্ষন প্রমান হওয়ার পরে ধর্ষকের মৃত্যুদন্ড ১০ দিনের মধ্যে কার্যকর করা হোক। কোন অবস্থাতে ধর্ষকের বিচারিক কার্যক্রম চলা অবস্থায় ধর্ষকের জামিন না দেয়ার বিধান কার্যক্রম করা হোক।“