ভারতের পুনেতে একটি আবাসিক এলাকার দেয়াল ধসে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছে। পুনের কনধাওয়া এলাকায় তালাব মসজিদের কাছে একটি আবাসিক ভবনের ৬০ ফুট দেয়ালটি ধসে পড়লে এই প্রাণহানি ঘটে।কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত (শুক্রবার দিনগত রাত) ১টা ৪৫ মিনিটে দেয়ালটি ধসে পড়ে। এর পাশেই নির্মাণ শ্রমিকদের থাকার জন্য অস্থায়ী বাসস্থান তৈরি করা হয়েছিল। দেয়ালটি ধসে সেই বাসস্থানে পড়ায় এতো মানুষের মৃত্যু হলো।পুলিশ জানিয়েছে, অতিবৃষ্টিই এই দেয়াল ধসের কারণ। দুই-থেকে তিনজন শ্রমিক এখনও সেখানে আটকা পড়ে থাকতে পারে। উদ্ধার কাজ চলছে। উদ্ধার শেষ হলে বিস্তারিত জানাবে পুলিশ।ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন পুরুষ, একজন নারী এবং চার শিশু আছে। তবে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না। এদিকে এই ঘটনায় কতজন আহত হয়েছে সে বিষয়ে জানায়নি কেউই।