নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় আওয়ামী লীগের অন্তত দেড়শ’ নেতাকে শোকজ দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার (০৭ সেপ্টেম্বর) এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (০৮ সেপ্টেম্বর) থেকে এই শোকজ নোটিশ পাঠানো হবে।
ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহী হতে দলের যে জ্যেষ্ঠ নেতা, কেন্দ্রীয় নেতা বা সাংসদ-মন্ত্রী, মদদ দাতার ভূমিকায় ছিলেন, তাদেরও শোকজ করা হবে।
তিনি আরো বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের সময় যারা দলের প্রার্থী ও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। রোববার থেকে ১৫০টির মতো শোকজ নোটিশ তৈরি হবে। শোকজের জবাবের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তিন সপ্তাহ সময় দেওয়া হবে।