চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ১৯২। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৩৪ জনের দেহে। দেশে এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাৎ সর্বমোট ১৪০টি ল্যাবে ১৩ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৩৫ হাজার ৭২৮টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ২১ হাজার ২৭৮টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৪৫০টি।
প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।