দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৯০ জন নতুন রোগী। এ নিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭১ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৭১৫ জন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মধ্যে ৩ জন বরিশাল বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের, ১ জন ঢাকা বিভাগের, ৩ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং ২ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা।
এছাড়া নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ২৩৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগে ১৪৬ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।
আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৪ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি