দেশের শিক্ষাব্যয় নিয়ে ইউনেসকোর প্রতিবেদনের দ্বিমত প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইউনেসকোর ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০২২’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ছেলে-মেয়েদের শিক্ষা বাবদ ব্যয়ের ৭১ শতাংশই বহন করতে হয় পরিবারকে। এ ছাড়া এনজিও বা বেসরকারি স্কুলের ফি ও ব্যয় সরকারি প্রতিষ্ঠানের তুলনায় তিনগুণ। বেসরকারি কিন্ডারগার্টেনের ক্ষেত্রে এই ব্যয়ের পরিমাণ প্রায় নয়গুণ।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সারাদেশে ২০ হাজার বেসরকারি স্কুল-কলেজ রয়েছে। এর মধ্যে ১৮ হাজারের বেশি এমপিওভুক্ত। বাকি প্রায় ২ হাজার ননএমপিও প্রতিষ্ঠান। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ৮০ শতাংশ খরচ (বেতন-ভাতা ও অন্যান্য) সরকারিভাবে অনুদান দেওয়া হয়ে থাকে। এর বাইরে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বৃত্তি-উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণ করা হয়ে থাকে।
ইউনেসকোর প্রতিবেদনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলা হয়। তবে শিক্ষামন্ত্রী দাবি করছেন, গত দুই বছর ধরে এই খাতে কোনো অনিয়ম হয়নি। যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় এনে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।