মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবীদ্বারে দূর্ধর্ষ ডাকাতি ১৫/১৬জনকে কুপিয় জখম, নগদ টাকা স্বর্নাল্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট হওয়ার সংবাদ পাওয়া গেছে। ডাকাতির ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিঃ থেকে ২টা পর্যন্ত সময়ে, উপজেলার ভাণী ইউনিয়নের সাহারপাড় গ্রামের খন্দকার বাড়ির ইউপি সদস্য প্রার্থী আবুল খায়েরের বাড়িতে।
স্থানীয়, ভোক্তভোগী ও পুলিশ জানান, ১৫ থেকে ২৮ বছর বয়সী মুখুশ ও কালো গেঞ্জী প্যানট পরিহিত দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ২০/২৫ জনের একটি ডাকাতদল খন্দকার বাড়ির আব্দুল আলিম খন্দকার,আব্দুর রাজ্জাক খন্দকার, আক্তারুজ্জামান খন্দকার ও মোস্তফা খন্দকারসহ ৪ পরিবারের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লুটপাট চালায়। এসময় বাড়ির লোকদের হাত- পা বেঁধে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ন ও অন্যান্যন্য মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে নারী, পুরুষ ও শিশুদের কুপিয়ে জখম করে ডাকাতদল পালিয়ে যায়।
টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মারাত্মক আহত আব্দুল আলীম(৬৫), অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহববুল আলম খন্দকার(৫৫), সফিকুল ইসলাম ভূইয়া (৪৮), নাজিম উদ্দিন ভূইয়া (৪২), তানভির আহমেদ শান্ত খন্দকার(২৩), শান্ত’র বড় বোন আফনা আসনিক নুপুর(২৫), সান্তর মা’ সামসুন্নাহার (৪২), আয়শা বেগম(৬০)সহ ৬জনকে কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত গাফ্ফার উদ্দিন খন্দকার(৪৫), রাজ্জাক খন্দকার(৬৫), সূর্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা খন্দকার ও মিসেস খন্দকারসহ অন্যান্যদের চান্দিনা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।
ডাকাতের কবলে পড়া আসন্ন ভাণী ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী আবুল খায়ের খন্দকার জানান, গত বৃহস্পতিবার রাতে আমাদের বাড়িতে ডাকাতি হয়েছিল। আমার ঘর থেকে ১৪ হাজার টাকা ও ২টি মোবাইল নিয়ে যায়। টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যান। গত রাতে আবারো আমাদের বাড়িতে ৪ পরিবারের লোকদের কুপিয়ে যখম করে নগদ টাকা, স্বর্নালংকার ও অন্যান্য মালামালসহ প্রায় ১০/১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়, ওই টাকার মধ্যে আমার নির্বাচনী পোষ্টারের ৭০ হাজার টাকাও ছিল। আহতদের মধ্যে ৬জনকে মুমুর্ষবস্থায় ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মারুফ রহমান রোববার বিকেলে ডাকাতি হওয়া ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। গত রাতে ২০/২৫ জনের একটি ডাকাত দল ডাকাতিকালে সংবাদ পেয়ে দেবীদ্বার সার্কেল এএসপি আমিরুল্লাহ স্যারসহ আমরা ঘটনাস্থলে যেয়ে ডাকাতদের ধাওয়া করি। ডাকাতরা বিলের উপর দিয়ে ইলিয়েটগঞ্জের দিকে পালিয়ে যায়। পরে আহতদের আমাদের ভ্যানে করে স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা করি।