শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বাসে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) ভোরে দেবিদ্বার পৌর এলাকার বারেরায় দুর্ঘটনাটি ঘটে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের ফাইটারম্যান মো. মাইনুদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেছি। গুরুতর আহত যাত্রীদের চিকিৎসার কুমিল্লা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
মিরপুর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কোম্পানীগঞ্জের দিকে যাওয়া তিশা পরিবহনের একটি বাস ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস খেকে আহত যাত্রীদের উদ্ধার করে গুরতর আহত ৫ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে যান বাহন চলাচল সচল করা হয়েছে।