শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধি): কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জেল হত্যা দিবস উলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল বার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন মাষ্টার, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান বাবুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, যুব উন্নয় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকে।
উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট সপরিবারে হত্যার আড়াই মাস পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে কারাগারের অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।