বুধবার সকালে দেবহাটার চিনেডাঙ্গা বিলের একটি ঘের থেকে আলী হোসেনের গলা কাটা লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। নিহত আলী হোসেন উপজেলার মাঝ সখিপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে ও পেশায় একজন কংক্রিট মিস্ত্রী ছিলেন।
স্ত্রীর পরকিয়ার কারনে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে সন্দেহ করে ঐদিনই নিহত আলী হোসেনের স্ত্রী আছমা ও তার প্রেমিক জাকিরকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় নিহত আলী হোসেনের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা (নং-৭/১) দায়ের করেছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র জানান, হত্যাকান্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত আলী হোসেনের স্ত্রী আছমা খাতুন ও তার প্রেমিক জাকির হোসেনের থেকে গুরুত্বপূর্ন তথ্য পেয়েছে পুলিশ।
কিন্তু তদন্তের স্বার্থে এখনই সব প্রকাশ করা সম্ভব হচ্ছেনা উল্লেখ করে তিনি বলেন,পুলিশের পক্ষ থেকে আটককৃত আছমা খাতুন ও জাকিরের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তাছাড়া হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে পুলিশের সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রয়েছ ।