তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই জন’কে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশের এর অভিযানিক দল ৯ নং আমতৈল ইউপির সনকাপন এলাকার মোঃ জসিম উদ্দিনের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে মোঃ জসিম উদ্দিন (৪২) ও মোছাঃ জেসমিন বেগম (৩৫) কে দেড় কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ আটক করে গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র মতে জানা যায়, ৯ নং আমতৈল ইউপির সনকাপন গ্ৰামের আরস আলীর ছেলে জসিম উদ্দিন ও একই পরিবারের জসিম উদ্দিনের স্ত্রী মোছাঃ জেসমিন বেগম। আসামিদের গ্রেপ্তারের পর তাদের হেফাজত হইতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ-২৪,১৪০ (চব্বিশ হাজার একশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করতে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আসামি দু’জন স্বামী ও স্ত্রী দুই জন’কে দেড় কেজি গাঁজা ও নগদ টাকাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আসামীদ্বয়কে আইনানুযায়ী যথাযথ কার্যক্রম পরিচালনা করে মঙ্গলবার দিনে থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আসামীদের জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।