সাকিব আল হাসান, রৌমারী( কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টার , যিনি এখন মানুষ গড়ার কারিগর থেকে দুর্নীতির কারিগর হিসেবে পরিচিতি পেয়েছেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দায়িত্ব পাওয়ার পর থেকে বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে সীমাহীন দুর্নীতি করে প্রতি বছর ১০/১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, সেশন ফি, জেএসসি এবং এসএসসির রেজিষ্ট্রেশন ফি ও পরীক্ষার ফরম পূরণ বাবদ অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন খাত থেকে ভুয়া ভাউচারের মাধ্যমে তিনি এসব অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও সাবেক শিক্ষকরা।
তবে, দুর্নীতির এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টার।
এছাড়া প্রধান শিক্ষক আজিম উদ্দীন মাষ্টারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে বিদ্যালয়ের ফ্যান ও টেবিল ক্রয় করা, বিনামূল্যের বই বিতরণে অভিভাবকদের কাছ থেকে মাথাপিছু ১০০টাকা করে নেয়া ও শিক্ষার্থীদের পুরোনো বই বিক্রি করে দেয়ার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিদ্যালয়ের জন্য কোন বরাদ্দই পাইনি।
তবে উপজেলা শিক্ষা অফিসার বলেন, ওই বিদ্যালয়ের জন্য প্রাপ্য সকল বরাদ্দের টাকা প্রদান করা হয়েছে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবকরা।