জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা-২০১৮-এর ফল সোমবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত করা হবে। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে জেএসসি-জেডিসি এবং পিইসি-ইবতেদায়ির ফলাফলের স্মারক কপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। দুপুরে পৃথক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপরই ফল উন্মুক্ত করা হবে। দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করবেন। বেলা ১টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে পিইস-ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশ করবেন। এরপর পরই ফলাফল সবার জন্য উন্মুক্ত করা হবে।