চালের দাম বাড়ার পেছনে দায় কার? খুচরা বিক্রেতাদের অভিযোগ, চালকল মালিকদের কারসাজিতে বাড়ছে চালের দাম। আর চালকল মালিকদের দাবি, বাড়তি দামে ধান কেনায় চালের দাম বেড়েছে। সাথে খুচরা বিক্রেতাদের অধিক মুনাফার মানসিকতাকেও দায়ী করছেন তারা। তাই দোষীদের খুঁজে বের করতে সরকারকে সচেষ্ট হওয়ার আহবান, সচেতন মহলের।
আমন মৌসুমে বাম্পার ফলন হলেও খুশি নন কৃষক। কারণ মেলেনি ধানের ন্যায্য দাম। প্রতি মন ধান বিক্রি করতে হয়েছে ৫৫০ থেকে ৬০০ টাকা দরে।
অথচ, ৫০ কেজি ওজনের প্রতি বস্তা চাল খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায়। চালের এমন চড়া দামে অসন্তোষ তৈরি হয়েছে ভোক্তাদের মাঝে।
এজন্য খুচরা বিক্রেতারা দুষছেন চালকল মালিকদের। তাদের মতে, চালকল মালিকদের কারসাজিতেই বেড়েছে দাম।
যদিও চালকল মালিকদের দাবি, বাড়তি দামে ধান কেনায় চালের দর বাড়াতে বাধ্য হয়েছেন তারা।
সচেতন মহল বলছে, চালের বাজার চড়া হওয়ার পেছনে কারা দায়ী তাদের খুঁজে বের করতে হবে। এজন্য সরকারকে এগিয়ে আসার আহবান তাদের।
সূত্র : চ্যানেল ২৪