ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না সাত কলেজ। সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রতিবাদে, রোববার ও সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
গতকাল শনিবার ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সংগঠক জাকারিয়া বারী।
তিনি বলেন, ঢাবির অধিভুক্তি বাতিল করে ৭ কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি বেশ পুরনো। কিন্তু এ পর্যন্ত আমরা আমাদের দাবির ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি চলবে। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।
এ সময় জাকারিয়া বারী বলেন, রবিবার ও সোমবার সাত কলেজের অভ্যন্তরীণ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। একই সঙ্গে ৭ কলেজের সব ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচিতে অংশ নেবেন।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় সাত কলেজের বিষয়ে যে কমিটি করেছে, শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন। দ্রুত সময়ের মধ্যে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে।
এ ছাড়া সাত কলেজ নিয়ে যে কোনো ধরনের চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের অবিবেচক বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার কথা উল্লেখ করেন জাকারিয়া বারী।
আজ সকাল থেকে ঢাকা কলেজসহ প্রত্যেক ক্যাম্পাসে গণসংযোগে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে, হলে হলে গণসংযোগ কর্মসূচি চালিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা, প্রয়োজনে তাঁরা আরো কঠোর কর্মসূচি দিবে। আন্দোলনকারী দাবি না পূরণ হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’
এদিকে ইডেন মহিলা কলেজের ২নং গেট থেকে বেলা ৯ টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগে গিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনে গণসংযোগ করেন।
এসময় ‘ক্লাসে ক্লাসে তালা দে, অধিভুক্তি কবর দে, কমিটি বাতিল কর,কমিশন গঠন কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। জানা যায়, গতকাল রাত থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ কর্মসূচি পালন করছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।
একই দাবিতে বেগম বদরুন্নেসা কলেজে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বেলা ১১টা থেকে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সাত কলেজ আন্দোলনের বেগম বদরুন্নেসা কলেজের প্রতিনিধি নুসরাত জানান, আমরা ক্লাস বয়কট করেছি কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে পরীক্ষা বয়কট করা হয়নি।
সকাল ১০ টায় সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা মিরপুরের টেকনিক্যাল সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের ভাষ্যমতে, বিক্ষোভ কর্মসূচির সাথে সাথে ক্লাস-পরীক্ষা বয়কট করা হয়েছে। বিভাগগুলোতে শিক্ষার্থীদের উপস্থিত নেই।
এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বয়কট ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
এদিকে সরকারি তিতুমীর কলেজে ভিন্ন চিত্র দেখা গেছে। এ কলেজের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। তবে সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির জন্য তিতুমীর কলেজ প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের নিয়ে পূর্বঘোষিত মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম