প্রতিবেদকঃ বাবলু বড়ুয়া
ফ্ রা রং খ্রেদ ক্যং বৌদ্ধ বিহারের পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিস্কার দান, সংঘদান, চীবর উৎর্সগসহ নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে বিহার প্রসঙ্গে বৌদ্ধ ধর্মালম্বীরা উদযাপন করেন দানোৎত্তম শুভ কঠিন চীবর দান
অদ্য ১৩ নভেম্বর চট্টগ্রাম মারমা যুব সমাজ এর উদ্যোগে নগরীর ইপিজেড ফ্ রা রং খ্রেদ ক্যং বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান চন্দ্রঘোনা বৌদ্ধ বিহারের বিহারের অধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথেরর সভাপতিত্বে, ফরা রং খ্রেদ ক্যং কার্যকরী কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয়। অষ্ট-উপকরণ দান, মহতী সংঘদান ও কঠিন চীবরদান অনুষ্ঠানে বিহার অধ্যক্ষ উঃ ওয়াইন্নাসিরি ভিক্ষু মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এতে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উঃ পামোক্ষা মহাথের।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উঃ সুবন্না মহাথের। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুপাইখই মারমা। স্বাগত বক্তব্য রাখেন উক্যচিং মারমা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ জিয়াউল হক সুমন,৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর । অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. জিন বোধি, উঃ উওম মহাথের, উঃ নাইন্দিয়া ভিক্ষু, উঃ ওযাইন্না মহাথের, উঃ ওয়াইন্নাসারা থের।
নগরীর ইপিজেড চট্টগ্রাম মারমা যুবসমাজের সার্বিক সহযোগিতায় উক্ত বিহারের দানোৎওম শুভ কঠিন চীবর দান ফ্ রা রং খ্রেদ ক্যং বৌদ্ধ বিহারের প্রাঙ্গণে সমাপ্ত হয়।