ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে রাজধানীতে শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যেই সমাবেশ মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
আজ বুধবার (১২ জুলাই) সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সমাবেশ হবে।
রাজধানীর গুলিস্তান, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, কমলাপুর, নটরডেম কলেজ, হাটখোলা, মুগদা থেকে একাধিক মিছিল এসে সমাবেশস্থলে পৌঁছায়। সমাবেশে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে শান্তি সমাবেশের ব্যানার-ফেস্টুন দেখা গেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে আসছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলটির আরও জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেবেন। ইতোমধ্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
অন্যদিকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে অনেক নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি-জামায়াত যেন সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে তারা সতর্ক থাকবে। অন্যদিকে যে কোনো সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি