তোশাখানা দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্টের দেওয়া দণ্ড স্থগিত হলেও ইমরান খান কারাগার থেকে এখনই মুক্তি পাচ্ছেন না। বর্তমানে পাঞ্জাবের অ্যাটোক কারাগারে বন্দি আছেন তিনি। খবর-দ্য ডন।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। তবে মঙ্গলবার (২৯ আগস্ট) সেই দণ্ড স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। এ ছাড়া এই মামলায় তাকে জামিনও দেন আদালত।
পাক সংবাদমাধ্যম পাক ডন জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠিত সরকারি গোপন নথি আইন বিশেষ আদালত-অ্যাটোক কারাগারে একটি চিঠি পাঠিয়েছে। এতে ইমরানকে কারাগারেই আটক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ৩০ আগস্ট গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় তাকে আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছে।
অ্যাটোক কারাগারের সুপারিনটেনডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে বিশেষ আদালতের বিচারক হাসনাত মুহাম্মদ জুলকারনাইন বলেছেন, অভিযুক্ত ইমরান খান নিয়াজি, পিতা ইকরামুল্লাহ খান নিয়াজি, ঠিকানা জামান পার্ক লাহোর-তাকে বিচারিক রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হলো, যিনি ইতিমধ্যে বিভাগীয় জেলে আটক আছেন।
প্রসঙ্গত, তোশাখানা মামলার রায় স্থগিত এবং জামিন দেওয়ার পর ধারণা করা হয়েছিল ইমরান কারাগার থেকে মুক্তি পাবেন। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, এখনই বাইরে বের হতে পারছেন না তিনি।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি