দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে ব্যাপক মানুষের উপস্থিতিতে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর মধ্যে ১৯ বিদেশি নাগরিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়া রাজধানী সিউলের ইটাইওনে শহরে জমাগমে এই ঘটনা ঘটে। খবর সিএনএনের।
সিউলের ফায়ার সার্ভিসের কর্মকর্তা চোই সুং বিওম বলেছেন, হ্যালোইন উদ্যাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, হ্যালোইন উৎসবে অংশ নিতে এদিন কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদদলিতের ঘটনায় নিহতদের মধ্যে ইরান, চীন, নরওয়ে, উজবেকিস্তানের নাগরিক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পদদলনের ঘটনার আগে সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। তখন পুলিশ লোকজনকে আর সামলাতে পারেনি। ঘটনাস্থলের পাশেই একটি ভবনে অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মৃতদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় পড়ে থাকা মানুষের নিচ থেকে অনেককে বের করার চেষ্টা চলছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় শোক নেমে এসেছে দক্ষিণ কোরিয়াজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন অনেকে।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর সিউলে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। করোনার পর বড় আকারে হ্যালোইন উৎসবের অনুমোতি দেয় দেশটি। প্রতিবছর অক্টোবরের শেষে ‘মৃত আত্মাদের স্মরণে’ ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব হয়।