আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত সংসদ ভবনে অগ্নিকান্ড অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর তথ্যমতে, ভবনের ৩ তলায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে। আগুন নিয়েন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬ জন কাজ করছিলেন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা জানা যায়নি।
উল্লেখ্য, কেপটাউনে পার্লামেন্টের হাউসগুলো তিনটি বিভাগ নিয়ে গঠিত, যার মধ্যে প্রাচীনতমটি ১৮৮৪ সালে নির্মাণ করা হয়। গত বছর একটি অগ্নিকাণ্ডে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের একটি অংশ পুড়ে যায়, যেখানে আফ্রিকান সংরক্ষণাগারগুলির একটি অনন্য সংগ্রহ ছিল।
সুত্রঃ রয়টার্স, গার্ডিয়ান, বিবিসি।