জিম্বাবুয়ে আসবে ত্রিদেশীয় সিরিজ খেলতে। নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের উপর আইসিসির নিষেধাজ্ঞার কারণে।দেশটির ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের জেরে অনির্দিষ্ঠ সময়ের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ওপর নিষেধাজ্ঞা ও আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়ায় বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি বন্ধ হবার উপক্রম হলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে।আগামী ৮ সেট্টেম্বর ঢাকা এসে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর।তার আগে ৩০ আগস্ট আফগানিস্তান আসবে একমাত্র টেস্ট ম্যাচ খেলার জন্য। এরপর ১ ও ২ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে টেস্ট ম্যাচটি।
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট সূচী
তারিখ | দল | ভেন্যু | সময় |
১-২ সেপ্টেম্বর | বিসিবি একাদশ-আফগানিস্তান | ঠিক হয়নি | সকাল ৯টা ৩০ মিনিট |
৫-৯ সেপ্টেম্বর | বাংলাদেশ-আফগানিস্তান | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম | সকাল ৯টা ৩০ মিনিট |
ত্রিদেশীয় সিরিজের সুচি
তারিখ | দল | ভেন্যু |
১৩ সেপ্টেম্বর | বাংলাদেশ-জিম্বাবুয়ে | মিরপুর |
১৪ সেপ্টেম্বর | আফগানিস্তান-জিম্বাবুয়ে | মিরপুর |
১৫ সেপ্টেম্বর | বাংলাদেশ-আফগানিস্তান | চট্টগ্রাম |
১৮ সেপ্টেম্বর | বাংলাদেশ-জিম্বাবুয়ে | চট্টগ্রাম |
২০ সেপ্টেম্বর | আফগানিস্তান-জিম্বাবুয়ে | চট্টগ্রাম |
২১ সেপ্টেম্বর | বাংলাদেশ-আফগানিস্তান | চট্টগ্রাম |
২৪ সেপ্টেম্বর | ফাইনাল | মিরপুর |
সুত্র : আর টি ভি