লাইফস্টাইল ডেস্কঃ স্বাস্থ্যের পক্ষে গ্রিন টির উপকারিতা আমাদের সকলেরই কম বেশি জানা। তাই অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকি। কিন্তু গ্রিন টি ব্যাগের ব্যবহারের শেষে তা ফেলে দেওয়ার অভ্যেস যদি থাকে তা পালটে ফেলুন এখনি। কারণ কেবল স্বাস্থ্যই নয়, ত্বকের যত্নেও ফেলে দেয়া গ্রিন টি ব্যাগ দুর্দান্ত কাজে আসে।
চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্নে ব্যবহৃত গ্রিন টি কীভাবে ব্যবহার করবেন এবং এর উপকারিতাসমূহঃ
১। গ্রিন টি ফেস মাস্কঃ গ্রিন টি খাওয়ার পর পড়ে থাকা চা পাতার সঙ্গে মধু , হলুদ ও দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। এই ফেস মাস্কটি কেবল মুখের ত্বক পরিষ্কার ও উজ্জ্বলই করবে না, পাশাপাশি ত্বকের দাগও কমাতে সাহায্য করবে।
২। স্ক্রাবঃ বেঁচে যাওয়া চা পাতা দিয়ে খুব সহজেই স্ক্রাব তৈরি করে ফেলা সম্ভব। ব্যবহৃত গ্রিন টি-এর পাতা এবং কিছুটা চিনি মেশান। এই মিশ্রণ দিয়ে মুখে ম্যাসাজ করুন। সপ্তাহে একবার বা দুইবার এটি ব্যবহার করতে পারেন। স্ক্রাবটি মুখের বলিরেখা কমাতে ও ত্বককে টানটান করতে সাহায্য করে।
৩। ডার্ক সারকেলঃ চোখের নিচের কালো দাগ দূর করতে গ্রিন টির ব্যবহার অতুলনীয়। ফেলে দেয়া টি ব্যাগ ফ্রিজে রেখে এরপর এই ঠান্ডা ব্যাগটি কিছুক্ষন চোখের উপর ধরে রাখুন। চোখের ফোলাভাব কমার সাথে চোখের নিচের কালো দাগও দূর হবে।