ঈদের পর থেকে নওগাঁর আত্রাই উপজেলার বাজার গুলোতেসব নিত্যপণ্যের দাম বাড়তি। এর মধ্যে দশ পন্য-চাল ভোজ্য তেল, চিনি, ডিম, আলু,পেঁযাজ, আদা, রসুন, মাংস ও সব ধরনের সবজির বাড়তি দামে দিশেহারা ক্রেতারা।
ভোজ্যতেলের দাম বাড়িয়ে নির্ধারিত করা হলেও সেই দামেও বিক্রি হচ্ছে না। কারসাজি করে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া চিনি ১৪০ টাকা করা হলেও বাজারে পণ্যটি মিলছে না। প্রতিকেজি আলুর দাম ৪০ টাকা ও পেঁয়াজ কিনতে ক্রেতার ৭০ টাকা বাড়তি ব্যয় করতে হচ্ছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এছাড়া ৬০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া গরুর মাংশ এখন ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে এসব পণ্য কিনতে ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা।
উপজেলার সাহেবগঞ্জ বাজার সহ বেশ কয়েকটি খুচরা বাজার ও নওগাঁ জেলার বৃহৎ ভোগ্যপণ্য বাজার সমসপাড়া, বান্দাইখাড়াহাট বাজার ঘুরে ক্রেতারে সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি