অব্যাহত ভারী তুষরাপাতে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাস অঙ্গরাজ্যের বেশ কয়েকটি শহরে। তারপর দেখা দিয়ে দিয়েছে মরার ওপর খাড়ার ঘা। একদিকে তুষারপাত অন্যদিকে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার বেগে বইছে ঠান্ডা বাতাস। তুষারপাত অব্যাহত রয়েছে ইলিনয়, মেক্সিকোসহ লুইস অঙ্গরোজ্যের বেশ কয়েকটি শহরেও। রাতভর তুষারপাতের বরফে ঢেকে গেছে রাস্তাঘাট। আরো কয়েকদিন এ অবস্থা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে, তীব্র তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে বসনিয়া, ক্রোয়েশিয়াসহ গোটা বলকান অঞ্চলের জনজীবন। বসনিয়ার পালে শহরসহ দেশটির মধ্য অঞ্চলসহ বেশ করয়েকটি শহরে গত কয়েকদিন ধরেই ভারী তুষারপাত অব্যাহত থাকায় জারি করা হয়েছে সবোর্চ্চ সতর্কতা।
বন্ধ রয়েছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যাতায়াত। এক নগরবাসী জানান বছরের এ সময়ে প্রত্যাশিত ছিল তুয়ারপাত। গত কয়েক মাসে তেমন তুষারপাত হয়নি তবে কর্তৃপক্ষের এ নিয়ে আরো সকর্ত হওয়ার দরকার ছিল।
এছাড়া প্রতিকূল অবস্থা বিরাজ করছে আরেক বলকান রাষ্ট্র ক্রোয়েশিয়াতেও। দেশটির রাজধানীতে বৃষ্টিসহ ১৮৫ কিলোমিটার বেগে বইছে বাতাস। ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
এদিকে, তুরস্কের পূর্বাঞ্চলে তুষার ধসে নিখোঁজদের উদ্ধার করতে গিয়ে পুনরায় তুষারধসের কবলে পড়ে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া, এখনও বরফের নিচে চাপা পড়ে আছেন অনেকে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির ভ্যান প্রদেশে তুষার ধসে ৫ জনের মৃত্যুর পর নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় প্রায় তিনশ’ উদ্ধারকর্মী।
বুধবার (৫ ফেব্রয়ারি) অভিযানের সময় ভয়াবহ তুষার ধসের কবলে পড়েন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিখোঁজদের উদ্ধারে আঙ্কারা থেকে সামরিক বাহিনীর বিশেষ বিমান ও কর্মকর্তা সেখানে অবস্থান করছেন। বলেন, আমরা আশা করছি গাড়ির মধ্যে দুজন জীবিত আছেন, ভারী তুষারপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।