তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। তুর্কি বার্তা সংস্থা ইয়েনি সাফাক এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের সবাই কারখানার শ্রমিক। গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে কারখানাটিতে। বর্তমানে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানাটিতে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য বিস্ফোরক-গোলাবারুদ তৈরি করা হয় বলে জানা গেছে।
স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বালিকেসির কারেসি জেলায় বিস্ফোরণে কারখানার ১২ জন কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গভর্নর ইসমাইল আরো বলেন, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।বিস্ফোরণের পর কারখানাটিতে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানার ভেতরে কোনও কর্মী নেই।
এক ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার আশপাশের এলাকায় জানালার কাচ ও ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কারখানাটির একটি অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায়।
সুত্রঃ ইয়েনি সাফাক।
আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:০০ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি