উন্নত জীবন আর বেকারত্ব লাঘবের আশায় ইউরোপে পাড়ি দিতে গিয়ে বারবারই মরণফাঁদে আটকে যাচ্ছে বাংলাদেশীরা। এবার তিউনিসিয়া উপকূলে একটি উদ্ধারকারী জাহাজে ১২ দিন ধরে আটকা পড়ে আছে ৬৪ জন বাংলাদেশি। মঙ্গলবার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, তিউনিসিয়া উপকূল থেকে ৭৫ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছিল একটি মিশরীয় জাহাজ। এই দলটি লিবিয়া থেকে রওনা দিয়েছিল। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি এবং বাকীরা মরক্কো, সুদান ও মিশর থেকে আসা। কর্তৃপক্ষ উদ্ধারকারী ওই জাহাজটিকে উপকূলে ভিড়তে দিচ্ছে না। কর্তৃপক্ষের দাবি অভিবাসীদের সংখ্যা অনেক বেশী হওয়ায় ত্রান শিবিরে ঐ জাহাজটি রাখা সম্ভব হচ্ছে না। তাই একে প্রায় ৩০ কিলোমিটার দূরে রাখা হয়েছে।
তিউনিসিয়ার একটি সরকারি সূত্র মতে অভিবাসীরা খাদ্য, পানীয় বা চিকিৎসা গ্রহণে অস্বীকার করছে।
তিউনিসিয়া উপকূলে এর আগেও বাংলদেশীসহ ৬৫ জন মৃত্যুবরণ করেছিল। ইউরোপ যাওয়ার প্রত্যাশায় অবৈধভাবে সাগর পাড়ি দেয় তারা।