দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এবার নির্বাচনে অংশ নিতে প্রায় এক ডজন তারকা আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছিলেন। সেখান থেকে যাচাই বাছাইয়ের পর অবশেষে বেশ কয়েকজন তারকার মনোনয়ন চূড়ান্ত করা হয়।
ঢাকা–১০ ও ঢাকা–১৮ আসন থেক মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ক্ষমতাসীন দলটির মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি।
তাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মানিকগঞ্জ-২ আসন থেকে জনপ্রিয় বাংলা লোকগানের সংগীতশিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নীলফামারী-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর। ঢাকা–১০ আসন থেকে ফেরদৌস আহমেদ।
প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়ন পত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম