বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি-র শুভেচ্ছাদূত হলেন। সংস্থাটির পক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত রাখার জন্য কাজ করবেন টাইগার অধিনায়ক। এমন কাজে যুক্ত হয়ে বেশ উচ্ছ্বসিত তামিম ইকবাল।
এর প্রতিক্রিয়ায় তামিম বলেন, ‘আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপি-র জাতীয় গুডউইল অ্যামবাসাডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এ সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে।’
তিনি বলেন, এই মুহূর্তে কোভিড-১৯ এর কারণে সবার জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি ডব্লিউএফপি-র সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। এবং যাদের হেল্প লাগবে তাদের কাছে যাবার চেষ্টা করবো।
বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে তামিম দেশব্যাপী ৬৪টি জেলায় স্কুলে খাদ্যপ্রদান, পুষ্টি ও জীবিকার পাশাপাশি কক্সবাজারে শরণার্থীদের নিয়ে বাংলাদেশে ডব্লিউএফপি-র বিভিন্ন সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবে।
ডব্লিউএফপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেন, ‘দেশে এবং বিদেশে অনেকের কাছেই সমানভাবে প্রিয় তামিম একজন সফল ক্রিকেটার। জনপ্রিয়তা ও মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি কর্মক্ষেত্রে অবিশ্বাস্য রকমের নৈতিকতা, মানুষের প্রতি সমবেদনা ও জনহিতকর কাজের স্পৃহা রয়েছে তামিমের। ডব্লিউএফপি পরিবারে তাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত।’