এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেকেই আলো ছড়িয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট হিসেবেই শিকার করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। তাই ভাসছেন প্রশংসার জোয়ারে।
তবে এই তরুণ পেসারের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু পোস্ট নিউজফিড থেকে এখন গণমাধ্যমে খবর সরগরম হয়ে উঠেছে। ভাইরাল হয়েছে তানজিম হাসান সাকিবের ভেরিফায়েড পেজে ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি পোস্টের স্ক্রিনশট। পোস্টটি এখন অবশ্য তাঁর টাইমলাইনে নেই। ওই পোস্টের স্ক্রিনশটে লেখা আছে:
‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।
‘স্ত্রীকে যেই স্বামী বলে, আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তো রাজরানি হয়ে আছে। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়।’
তানজিম সাকিবের ফেসবুক পোস্টে আরও লেখা আছে, ‘আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ। অসংখ্য কাজ রয়েছে। আজ ছেলেদের বেকারত্বের বড় কারণ হচ্ছে- মেয়েরা এগিয়ে আসছে, ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না। একটি ছেলেকে চাকরি দিলে পুরো পরিবারের উপকার হয়।’
পোস্টের শেষে বলা হয়েছে, ‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশাআল্লাহ।’
মাত্র ২০ বছর বয়সী এই ক্রিকেটারের এই পোস্টের পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম অনেকটা বিভক্ত হয়ে পড়েছে এই পোস্টকে ঘিরে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম