আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপপ্রধানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ আগস্ট) সকালে একটি হোটেল কক্ষে তার মরদেহ পাওয়া যায়। সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) বরাতে রয়টার্স এমন খবর জানিয়েছে।
সিএনএ জানিয়েছে, আজ সকালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের একটি হোটেলের কক্ষে সামরিক বাহিনী পরিচালিত ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপ-প্রধান ওউ ইয়াং লি-হসিংকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর ঘটনায় তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রতিবেদনে জানা যায়, ওউ ইয়াং তাইওয়ানের পিংতুংয়ের দক্ষিণাঞ্চলীয় কাউন্টিতে ব্যবসায়িক সফর করছিলেন। তিনি বিভিন্ন ক্ষেপণাস্ত্র উত্পাদন প্রকল্পের তত্ত্বাবধানের জন্য চলতি বছরের শুরুতে ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপ-প্রধানের দায়িত্ব পেয়েছিলেন।
উল্লেখ্য, চীনের সাথে তাইওয়ানের সামরিক উত্তেজনা চলছে। এর মধ্যেই দেশটির শীর্ষ সামরিক গবেষণা কর্মকর্তার মৃত্যু নিয়ে দেখা উঠেছে নানা প্রশ্ন।