ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে তিন বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. সাবের আহমেদ চৌধুরী। গতকাল বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে এ পদে নিয়োগ দেন।
ড. সাবের আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও ২০০০ সালে মাস্টার্স পাস করেন। তিনি ২০০৪ সালে নরওয়ের ‘ইউনিভার্সিটি অব বার্গেন’ থেকে লোকপ্রশাসন বিষয়ে এমফিল ডিগ্রি এবং ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ‘লা ট্রোব ইউনিভার্সিটি’ থেকে মানবাধিকার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।