ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ৯২ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। বৃহস্পতিবার রাতে (১২ নভেম্বর) রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন এই ফল ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এই আসনে মোট ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো ভোট অবৈধ ছিল না। ভোটের হার ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ভোট ৫ হাজার ৩৬৯ ভোট। সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ ভোট। এছাড়া, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৯১ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট।
অন্যদিকে, সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতিক) প্রকৌশলী তানভির শাকিল জয় ১৭১টি ভোট কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির সেলিম রেজা (ধানের শীষ প্রতিক) পেয়েছেন ৪৬৮ ভোট। ১ শত ৭১ টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিলো ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪।