মোঃ মোস্তাফিজুর রহমানঃ আজ বুধবার (১১ মে) সকাল ১০ টা থেকে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ফুটপাতে গড়ে উঠা হকারদের দোকানসহ রাস্তার দুই পাশের অবৈধ সব স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে। মুলত রাস্তা প্রশস্তকরণ উদ্যোগের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে।
উচ্ছেদ অভিযানের সময় হকাররা এবং দোকানদাররা বাধা প্রদান করার কোন সুযোগ এবার পাচ্ছেন না। কারন গত দেড় মাস আগেই তাদেরকে এই অভিযান শুরু করার কথা জানানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা শপিং মলের ঠিক উলটো পাশের কাঠালবাগান রাস্তায় অভিযান চলছে বলে সরেজমিনে দেখা গেছে।
এছাড়া এর আগে গতকাল মঙ্গলবার এই অভিযানের বিষয়ে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দিনভর মাইকিং করে জানানো হয়েছে।