বাবর আজমের ফিফটি মানেই যেন রংপুর রাইডার্সের জয়। তিন ম্যাচের দুটিতেই অর্ধশতকের দেখা পেলেন পাকিস্তান ব্যাটার, তার দলও জিতল দুটিতেই। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর বল হাতেও সমান অবদান রাখলেন আজমতুল্লাহ ওমরজাই। ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে ঢাকা হারল বড় ব্যবধানেই।
বিপিএল টি২০ ২০২৪ এর ১০ম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৭৯ রানে গুড়িয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর।
শনিবার টস জিতে ফিল্ডিং বেছে নেয় দুর্দান্ত ঢাকা। এরপর দলের হয়ে প্রথম আঘাতটা হানেন তাসকিন আহমেদ। তুলে নেন ব্র্যান্ডন কিংয়ের উইকেট।
১১ রান করেই রনি তালুকদারের ইনিংসের ইতি। আরাফাত সানির বলে আউট হন তিনি। পাওয়ার প্লেতে ঢাকার দাপট। বাবর আজমের সাথে জুটি বাঁধেন কাপ্তান নুরুল হাসান সোহান। ১০ ওভার শেষে রংপুরের সংগ্রহ ২ উইকেটে ৮৩ রান। উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারেননি সোহান, ব্যাটে ২৬ রান।
আবারো রংপুরের ধাক্কা। আরাফাত সানির বলে মোহাম্মদ নবীর ফেরা। বাবর আজম সবার ব্যর্থতার ভিড়েও উজ্জ্বল। ৪১ বলে তার পঞ্চাশ।
বাবরের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছেন গুণাথিলাকা। ৬২ রানে বাজলো পাকিস্তানি ব্যাটারের বিদায় ঘণ্টা। রংপুর আট উইকেট হারালেও ব্যাটিংয়েই নামেননি সাকিব আল হাসান। ঢাকার টার্গেট ১৮৪ রান।
জবাব দিতে নেমে শুরুতেই পথ হারায় ঢাকা। প্রথম ওভারেই আউট গুনাথিলাকা। ১৭ রান সাইম আইয়ুবের ব্যাটে। ৩১ রানেই ঢাকা দ্বিতীয় উইকেট হারিয়েছে। রানের খাতাই খুলতে পারেননি লাসিথ ক্রুসপুল। শেখ মেহেদীর বলে করেছেন ভুল। ১৫ বলে মাত্র ৯ রান করেছেন নাইম শেখ। নবী শিকার করেছেন তার উইকেট।
কাপ্তান মোসাদ্দেক হোসেন বিপদে দলকে ভরসা দিতে পারেননি। হাসাদ মাহমুদের বলে আউট তিনি। ঢাকা আর ম্যাচেই ফিরতে পারেনি। ফলে দ্বিতীয় জয় পায় রংপুর রাইডার্স।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম