নীলফামারীর ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, উপমহাদেশের নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে আজ।
মঙ্গলবার (৮ই আগস্ট) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলমের নেতৃত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও অসহায়-অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) নুরুন্নাহার শাহজাদী, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, নীলশতদল খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অসহায় ও অসচ্ছল ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ জহুরুল হক ও হোসনে আরা বেগমের কোল আলো করে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা।
ডিবিএন/এসই/ এমআরবি