নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেল স্টেশন ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। আজ রবিবার (৩০ জুন) সকালে তিনি এ পরিদর্শন করেন।
ভারতের এনজিপি থেকে বাংলাদেশের উপর দিয়ে কলকাতায় একটি ভারতীয় ট্রেন চলাচল করার কথা রয়েছে সেজন্য তিনি সীমান্ত এলাকা পরিদর্শন করতে আসেন।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- অতি তাড়াতাড়ি চিলাহাটি স্থলবন্দরটি চালু হবে এবং মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটিতে স্টপেজ হবে। এবং ভারতের এনজিপি থেকে বাংলাদেশের উপর দিয়ে কলকাতায় একটি ভারতীয় ট্রেন চলাচল করতে পারে। তারই পরিদর্শনে তিনি চেহারাটি সীমান্ত এলাকা ও রেললাইন পরিদর্শন করতে এসেছেন।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০৩ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)