আগামী নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান পার্টি থেকে নিকি হ্যালি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এদিকে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়াতে অনুষ্ঠিত রিপাবলিকান প্রাইমারিতে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি হ্যালি।
নিকি পেয়েছেন ৬২.৯ শতাংশ ভোট আর ট্রাম্প পেয়েছেন মাত্র ৩৩.২ শতাংশ ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে কঠোর পরিশ্রম করছেন তিনি।
প্রসঙ্গত, নিকি হ্যালি আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা যিনি রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন। এই রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করেছেন তিনি। তবে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দাবি খুবই জোরালো বলে মনে করা হচ্ছে। প্রাথমিক নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে নিকি হ্যালিকে পরাজিত করলেও নিকি হ্যালি ক্রমাগত ট্রাম্পকে চ্যালেঞ্জ করে চলেছেন।
গেল কয়েকদিন আগে নিকি হ্যালি বলেন, ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে হারাতে পারবেন না। এমন পরিস্থিতিতে আমি দৌড় থেকে পিছপা হব না। আমার এই দৌড়ে থাকার কারণে মানুষের কাছে আরও ভালো বিকল্প থাকবে। আমেরিকা আবার ডোনাল্ড ট্রাম্প অথবা জো বাইডেন সহ্য করতে পারবে না।
স্বতন্ত্র নেতা হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা উড়িয়ে দিয়ে নিকি হ্যালি বলেন, আমি কখনোই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা বলিনি। আমি মনেপ্রাণে একজন রিপাবলিকান নেতা।
ওয়াশিংটন ডিসিতে সমর্থকদের উদ্দেশে নিকি হ্যালি বলেন, যখন আমি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, সেখানে ১৪ জন প্রতিযোগী ছিল এবং আমি ১২ জনকে পরাজিত করেছি। এখন আমাকে আর একজনকে হারাতে হবে।
সুত্রঃ এশিয়া নেট নিউজ।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি