চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১১৮ জন। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫০ জন। এরমধ্যে ঢাকায় ৪৯৪ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন ভর্তি হয়েছে।
জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৪ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২২৪ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ১৯২ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩২ হাজার ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ৮২ এবং ঢাকার বাইরে ৯ হাজার ৬৩৪ জন।
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৪৬৬ জন। এর মধ্যে ঢাকায় ২০ হাজার ৭৮৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৮ হাজার ৬৭৭ জন।