টেকনাফে ওসি প্রদীপ কুমার দাশ মাদক বিরোধী প্রচারণায় বলেছেন যারা পুরাতন মাদক কারবারী ছিলেন এখন এসব ত্যাগ করে ভিন্ন উপায়ে জীবিকা নির্বাহ করছে তাদের বিট পুলিশিং এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তদারকি করা হবে। যারা এখনো মাদক বিক্রি, সেবন ও পাচারে জড়িত রয়েছে তাদের সম্মিলিতভাবে যেকোন মূল্যে দমন করে আগামী ১৬ই ডিসেম্বর টেকনাফকে মাদকমুক্ত ঘোষণার আশ্বাস দেন।তিনি আরও বলেন যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু নির্মূল করে দেওয়া হবে এবং তাঁরা যে যানবাহন এর মাধ্যমে মাদক পাচার করতো সে সকল যানবাহনে গায়েবী অগ্নিসংযোগ হবে।টেকনাফে বসবাসরত একজন মাদক কারবারি ও ছাড় পাবেনা।
তিনি এই কাজ বাস্তবায়ন করতে সকলের আন্তরিক সহায়তা কামনা করেন।