ডিভোর্স ঘোষণার পর প্রথম জনসমক্ষে এসেছেন এ আর রহমান। অস্কার বিজয়ী এই সঙ্গীতশিল্পীকে ভারতের গোয়ায় ৫৫তম (IFFI) গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ওরফে IFFI-2024-এ যোগ দিতে দেখা গেছে। সঙ্গীত পরিচালকের সেখানকার একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অস্কারজয়ী সুরকারের চেহারায় ছাপ পড়েছে তাঁর বিচ্ছেদের, এমনটা বলাই চলে।
এর আগে, এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু আইনজীবীর মাধ্যমে যৌথ বিবৃতির দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছেন তাঁরা। যে বিষয়টি ভক্তদের কাছে এক বিশাল ধাক্কার মতো লেগেছে বলা চলে। রহমান নিজেও এক্স-এ একটি হৃদয় বিদারক পোস্টে লিখে সকলকে খবরটি জানান।
তিনি লিখেন-‘আমরা তিরিশ বছরে পা দিতে পারব আশা করেছিলাম। তবে সেই আশা পূরণ হয়নি। এমনকি, ভগ্নহৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবুও, এই অবস্থার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজছি। আপনারা দয়া করে এই কঠিন সময়ে আমাদের পাশে থাকবেন।’
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, অস্কারজয়ী সুরকারের ছবি তোলার জন্য যখন ফটোগ্রাফাররা তোড়জোড় করছিলো, তখন তিনি নিঃশব্দে কড়া নিরাপত্তায় সকলের সঙ্গে তাঁর গাড়িতে উঠে যান। ভিডিয়োর শুরুতে, একঝলক রহমানকে দেখা যেতেই মনে হচ্ছে তাঁর মনের উপর ভীষণ ভাবে প্রভাব পড়েছে ডিভোর্সের।
এ আর রহমান ও সায়রা তাঁদের যৌথ বিবৃতিতে বলেছেন, ‘বিয়ের অনেক বছর পর, মিসেস সায়রা এবং তাঁর স্বামী এআর রহমান একে অপরের থেকে আলাদা থাকার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত তাঁদের সম্পর্কের নানা ওঠা-পড়ার পর নেওয়া। একে অপরের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, এই সিদ্ধান্ত নিতে তাঁরা বাধ্য হয়েছেন।’
আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি