আবু সাইদ আল জিহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে ডাক বিভাগের মাধ্যমে বিনামূল্যে রাজধানী ঢাকায় আম পাঠানোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা মহামারী দূর্যোগকালে বাংলাদেশ ডাকবিভাগের উদ্দোগে “কৃষকবন্ধু ডাক সেবা” এর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র আম ব্যবসায়ীদের আম বিনামূল্যে পরিবহনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ দেশের কয়েকটি জেলা হতে আম পাঠানোর উদ্বোধন করেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার। ডাক বিভাগের “কৃষকবন্ধু ডাক সেবা” কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষক, ক্ষুদ্র আম ব্যবসায়ীদের আম ঢাকায় বিনামূল্যে পাঠাতে পারবেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রান্ত থেকে জেলা প্রশাসকের কার্যালয় হতে ভিডিও কনফারেন্সে যোগ দেন, জেলা প্রশাসক জনাব এ জেড এম নূরুল হক, রাজশাহী বিভাগের ডেপুটি জেনারেল পোস্টমাস্টার জনাব মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান, রাজশাহী জিপিও’র সিনিয়র পোস্টমাস্টার মো. আমিনুর রহমান, ডাক বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা পোস্টমাস্টার লক্ষণ চন্দ্র দাসসহ অন্যান্যরা।
পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডাকবিভাগের বিনামূল্যে আমপরিবহন বিষয়ে এক আলোচনা সভা জেলা প্রশাসক জনাব এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি জনাব মোঃ রুহুল আমীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম, আম গবেষণা কেন্দ্রের উদ্ধৃতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. জমির উদ্দিন প্রমুখ।
সভায় ডাক বিভাগের মাধ্যমে বিনামূল্যে আম পাঠানোর এই কর্মসূচি জেলার কৃষক ও আমচাষীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রশাসক।