রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ “বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” – এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ দিন ব্যাপি উন্নয়ন মেলা-২০২১ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ মার্চ শনিবার সকালে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সাবেক সংসদ ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান নেতৃত্ব দেন। র্যালি শেষে উপজেলা চত্বরে ১৮ টি স্টল নিয়ে সাজানো উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
পরে উপজেলা সভাকক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ইয়াসিন আলি, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান
লিটা, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি কমিশনার(ভূমি) প্রীতম সাহা।
এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিডিও তথ্যচিত্রের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করা হয়। আরো বক্তব্য দেন, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ইত্তেফাক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম প্রমুখ।