হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পয়গাম আলী মাস্টার এসএমই কৃষক হিসাবে জেলার শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়েছেন। সে রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এবং রাণীশংকৈল বিএম কলেজ ভোকেশনাল শাখার বিএসসি শিক্ষক। গত ১৭ আগস্ট মঙ্গলবার রাণীশংকৈল কৃষি অফিস কর্তৃক তাকে সংবর্ধনা দেয়া হয়।
এর আগে গত সোমবার (১৬ আগষ্ট ) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে ২০২০-২০২১ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিপননের উপর বিশ্লেষণ করে ও সকল প্রকার চাষ ভালো করায় তাকে গতবারের মত এবারও জেলার শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত করা হয়। এবং তাঁর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন। এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথসহ জেলার বিভিন্ন কৃষি কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কৃষি কার্যালয়ে জেলা উপ-পরিচালক আবু হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক শামিমা নাজনীন নাইমুল হুদা সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার সিরাজুল ইসলাম জেলা বীজ প্রত্যয়ন অফিসার আনিসুর কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
এ বিষয়ে জেলার শ্রষ্ঠ কৃষক পয়গাম আলী জানান, জেলায় সবার সেরা কৃষক আমাকে নির্বিচিত করাতে আমি ভিষণ খুশি। কিন্তু এই অর্জনের পিছনে রাণীশংকৈল কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দের অবদান অনস্বীকার্য। তার ডাল তেল মসলা জাতীয় ফসলগুলো চাষে আমাকে উদ্ভুদ্ধ করেছেন। কারণ এ ফসল গুলো এখানে তেমন চাষাবাদ হতো না। তাই আমাকে প্রথম নির্বাচিত করায় কৃষি কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
প্রসঙ্গত: একই উপজেলার গোগর গ্রামের নজরুল ইসলাম জেলার ২য় স্থান অধিকারকারী কৃষক হিসাবে নির্বাচিত হওয়ায় একই অনুষ্ঠানে তাকেও সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান করা হয়।