হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে হঠাৎ আট থেকে নয় মিনিটের শিলা বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবন স্তবির হয়ে পড়ে এবং মাঠের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শহরের পথঘাট সাদা বরফে ঢেকে গিয়েছে।
শিলা বৃষ্টি ও দমকা হাওয়ার কবলে ব্যহত হয়েছে স্বাভাবিক চলাফেরা। জেলার বিভিন্ন স্থানে প্রায় ১০ মিনিট ধরে চলমান শিলা বৃষ্টিতে ঢেকে গেছে শত শত হেক্টর ফসলের জমি। এতে গম, ভুট্টা,সরিষা, আম, জামসহ বিভিন্ন গাছের মুকুল ও অন্যান্য রবিশস্যের চরম ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
এ সময় আবার শহরের রাস্তায় নেমে অনেককে বরফের সাথে ছবি তুলছে দেখা গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কৃষকেরা।
শহরে বসবাসকারী ৫০ বছর বয়সী নুরুজ্জামান বলেন,”আমার জীবনে এমন শিলা বৃষ্টি হতে দেখিনি। যেন কয়েক মিনিটের শিলা বৃষ্টি ও বাতাসে গাছ পালার সকল পাতা ও মুকুল আঘাতে ছিড়ে পড়ছে। বাড়ির আঙ্গিনা, ছাদ, রাস্তা ঘাট সব সাদা হয়ে গেছে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, ভারি মাপের শিলা বৃষ্টি হয়েছে শহরে। এমন শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হবে। আমার কর্মীরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। কৃষকদের ক্ষতির সঠিক পরিমান নিরূপণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।