হুমায়ুন কবির, ঠাকুরগাঁও থেকে- ঠাকুরগাঁও শহরে জেএফএ কাপ অনুর্ধ-১৪ জাতীয় নারী চ্যাম্পিয়ানশীপে ঠাকুরগাঁও নারী ফুটবলারদের ফাইনাল খেলার পূর্বমূহুর্তে গত ১৯ জুলাই ঢাকা কমলাপুর স্টেডিয়াম থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের( বাফুফে) বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। ২১জুলাই রবিবার দুপুরে নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই সভায় দলমত নির্বিশেষে জেলার বিভিন্ন স্থরের শতাধিক মানুষ অংশগ্রহন করেন। এসময় রাঙ্গাটুঙ্গির নারী ফুটবলারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলাবাসী।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক আতাউর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহ বিভিন্ন পর্যায়ের নারী খেলোয়াড়রা। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, বাফুফে যে কাজটি করেছে তা কোন ভাবেই মেনে নেয়ার মতো নয়। তারা আমাদের ঠাকুরগাঁও জেলার সন্মানকে ক্ষুন্ন করেছে। আমাদের মেয়েদের সাথে তারা খারাপ আচরণ করেছে। মিথ্যা অপবাদ দিয়ে তারা মেয়েদের দলটিকে কৌশলে বাদ করিয়েছে। আমারা সুষ্ঠ তদন্ত করে এর সঠিক বিচার চাই। প্রসঙ্গত ফাইনালে উঠা দলটির সকল খেলোয়াড় রাণীশংকৈল রাঙ্গাটঙ্গী প্রমিলা ফুটবল টিমের প্রশিক্ষণপ্রাপ্ত দল।
হুমায়ুন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০১৭৭৬৮২৪১৯৮