হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার সমাপ্তি হলো পদ্মা সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে।এ সেতু উদ্বোধনের মাধ্যমে বাঙ্গালি প্রমাণ করেছে তারা নিজ পায়ে দাঁড়িয়েছে, বলে মন্তব্য সকলের। সেতুর উদ্বোধনের মুহূর্ত সরাসরি লাইভ স্কিনে দেখে সেই মুহূর্তকে উদযাপন করে উচ্ছ্বাস প্রকাশ করেছে ঠাকুরগাঁওবাসী।
আর এ আনন্দকে আরও স্মরণীয় করে রাখতে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করে পৌরশহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,আনসার ভিডিবি,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আাওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের হাজারো ব্যক্তি অংশ নেন।
র্যালির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের সুযোগ্য জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংসু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ। হাজারো মানুষের সমাগমে এদিন ঠাকুরগাঁও জেলা শহর আনন্দের শহরে পরিনত হয়।