হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চামেশ্বরী এলাকার মোশারুল, মোলানী এলাকার কেএসবি ও ভেলাজনের কেয়া-১ ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধস্থানে ভাটা স্থাপনের অভিযোগে সোমবার ২৪ জানুয়ারি অভিযান চালিয়ে ওই ৩ ভাটা মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জরিমানা ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার এনডিসি কাইয়ুম খাঁন। এনডিসি কাইয়ুম খাঁন জানান, জেলা সদরের চামেশ্বরী এলাকার মোশারুল, মোলানীর কেএসবি ও ভেলাজনের কেয়া-১ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। কাঠ পোড়ানোর অভিযোগে এবং নিষিদ্ধস্থানে ভাটা স্থাপনের দায়ে তিন ভাটা মালিককে তিন লক্ষ টাকা জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। কোন ভাটা মালিক যদি কয়লার বদলে কাঠ দিয়ে ইট প্রস্তুত করেন তাহলে ইটভাটা বন্ধের পাশাপাশি অর্থদন্ড ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযানে যেসব ইটভাটা মালিকদের জরিমানা ও মামলা করা হয়েছে সেগুলো ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।