হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া রোড চকহলদি নামক স্থানে শনিবার ১২ মার্চ আনুমানিক বিকল সাড়ে চারটায় সবদর আলী (৪০) নামে এক দিন মুঞ্জুরের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় তার বাড়ির ৩টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানিয়রা শত চেষ্টা করেও ঘরের কোনো আসবাবপত্র ও প্রয়োজনীয় কিছুই বের করতে পারেনি। ধারনা করা হচ্ছে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, অগ্নিকান্ডের সময় এলাকাবাসীরা প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে না আন্তে পারায় সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৩টি ঘড় পুড়ে যায়।
সবদর আলী জানান, ভয়াবহ এ আগুনে ফ্রীজ, টিভি, চাল, ডাল, আসবাবপত্রসহ ১০০০০ টাকা পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, আমার পরিবারের সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন কোথায় থাকবো, কি করবো আমার তো সবকিছু শেষ।
স্থানীয় ইউপি সদস্য গোলাপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে, এই লোকটার কিছুই রইলো না, ঘরে যা ছিলো সব পুড়ে ছাই হয়ে গেছে।
গড়েয়া ইউপি চেয়ারম্যান রইছউদ্দিন সাজু মাস্টারের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, লোকটা খুব অসহায়, আমি তাকে চিনি, আমরা তার একটা থাকার ব্যবস্থা করে দিবো।
এই বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, চেয়ারম্যানকে বলেন একটি লিখিত দিতে, সরকারি ভাবে যতটুকু সাহায্য করা যায়, আমরা করবো।