“সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও তথা জেলা স্বাস্থ্য বিভাগ, ঠাকুরগাঁও এর উদ্যোগে শুক্রবার (৭এপ্রিল) ৭৫ তম বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃসিফাত জাহান, মেডিক্যাল অফিসার ডাঃমোঃ ইফতেখারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইউএইচএফপিও সদর অফিসার ডাঃ দিলিপ মালাকার, এমও-ডিসি রিফাত জাহান ঐশী প্রমুখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এছাড়াও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি