হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাস্ক ফোর্স অভিযান চালিয়ে নতুন জাতের মাদক ক্র্যাটমের ১৫টি গাছ উদ্ধার করেছে। এ সময় শামিম ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শামিম ওই এলাকার মজিরউদ্দীন সরকারের ছেলে।
এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী (ভূমি) কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম।
নতুন জাতের মাদক ক্র্যাটম বাংলাদেশে একেবারেই অপরিচিত। ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ক্র্যাটম গাছের পাতা দেখতে অনেকটা কদম গাছের পাতার মতো। ক্র্যাটম দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসার জন্য বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে মাদক হিসেবেও এর বেশ জনপ্রিয়তা রয়েছে। তাই যুক্তরাষ্ট্র, কানাডা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ অনেক দেশেই ক্র্যাটম খাওয়া বা পান করার উদ্দেশ্যে বাজারজাত করা নিষিদ্ধ।
ভুমি কর্মকর্তা শাহরিয়ার ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি-মালয়েশিয়া থেকে এনে গত কয়েক বছর আগে নেশা জাতীয় উদ্ভিদ ক্র্যাটমের বীজ বপন করে শামিম এবং স্থানীয় কয়েকজন এটি সেবনও করে। ধীরে ধীরে এর প্রভাব বিস্তার করে যুবসমাজকে ধ্বংসের দিক নিয়ে যাচ্ছিল।
তিনি আরো বলেন, অভিযান চালিয়ে ১৫ টি মাদকের গাছ জব্দ করা হয়েছে। সেইসাথে শামিমকে গ্রেপ্তার করে সদর থানায় তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।